একটি নতুন ব্যবসা শুরু করা যেমন আনন্দের, তেমনি সময়সাপেক্ষ এবং অর্থের ব্যয়। তাই ব্যবসা শুরু করার পর সামান্য কোন ভুল কিংবা ভুল কোন সিদ্ধান্ত আপনার ব্যবসাটিকে ধ্বংস করে দিতে পারে মুহুরতেই। তাই আজকের এই লেখাটি তাদের জন্য।
-
লিখিত ব্যবসায়ীক কোন পরিকল্পনা না থাকাঃ
লিখিত ব্যবসায়ীক পরিকল্পনা ছাড়া কোন ব্যবসায় সফল হওয়া যায়না বা হতে পেরেছে এমনটা আমার চোখে পড়েনি। একটি লিখিত পরিকল্পনা ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ- কারন, একটি ভালো ব্যবসার পরিকল্পনা আপনার পন্য কিংবা সার্ভিসকে বাজারে মূল্যায়ন করতে সাহায্য করবে এবং আপনার সম্ভাব্য সমস্যাগুলো চিহ্নিত করতে সাহায্য করবে। যার ফলে আপনি কিভাবে এই সমস্যাগুলো থেকে সহজেই সমাধান পাবেন তার উত্তর পাওয়া যাবে।
-
সঠিক মার্কেটিং পরিকল্পনা না থাকাঃ
একটি ব্যবসার সব থেকে গুরত্বপূর্ণ বিষয় হল মার্কেটিং। কেননা, আপনি অনেক ভাল একটি পন্য কিংবা সার্ভিস বাজারে চালু করলেন, কিন্তু এর প্রচার প্রচারনা সঠিক কাস্টমারের কাছে করতে পারলেন না! তখন আপনার এই সুন্দর পন্যটি কিন্তু বিক্রি হবেনা। তাই ব্যবসার মার্কেটিং পরিকল্পনা করতে হবে স্বচ্ছভাবে এবং চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব সঠিক কাস্টমারদের কাছে পৌঁছানো।
-
অস্থিরতাঃ
আমরা সকলেই জানি সফলতার প্রধান উৎস একনিষ্ট চেষ্টা এবং ধৈর্য্য। একই সাথে আপনার নতুন ব্যবসাটি খুব সহজে লাভজনক হবে এমন চিন্তাটা হবে নিত্বান্ত বোকামি। এমন অনেক সফল ব্যবসায়ী আছে, যারা প্রথম এক দুই বছর ব্যবসায় কোন লাভ অর্জন করতে পারেনি। তাই অস্তিরতা না দেখিয়ে চেষ্টা করুন ধৈর্য্যর সাথে।
-
ব্যবসায় সঠিক সত্তা গঠন না করাঃ
আপনার ব্যবসার সঠিক সত্তা গঠন করা না থাকলে আপনি দায়ের সম্মুখীন হতে পারেন। আপনার ব্যবসার সবকিছু এমন ভাবে সাজাতে হবে যেন অনাকাঙ্ক্ষিত কোন খরচ না হয়। কেননা একটি নতুন ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক ভাবেই অর্থের সংকট থাকে।
-
অংশীদারদের সাথে লিখিত চুক্তি না থাকাঃ
একজন নতুন ব্যবসায়ী কিংবা একটি নতুন ব্যবসায় একটি অংশীদারিত্বের চুক্তি, এলসি অপারেটিং চুক্তি এমনকি একটি বেচা-বিক্রির চুক্তি হোক না কেন, প্রতিটি ব্যবসার জন্য একটি সঠিক লিখিত নথি থাকা প্রয়োজন। বিশেষ করে অংশীদারিত্ব চুক্তি না থাকার জন্য ভালোভাবে ব্যবসা শুরু করার পরেও টিকে থাকেনা। তাই অংশীদারদের সাথে লিখিত চুক্তি করে রাখুন।
উপরের ৫টি পয়েন্ট মেনে চলতে পারবে আমি শতভাগ বিশ্বাস করি যে, আপনি আপনার ব্যবসা কে গ্র করতে পারবে অনায়াসেই।
মার্কেটিং বিষয়ে যদি আপনার কোন রকম সাহায্য এর প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে কথা বলতে পারেন। আমারা FizDigital, কাজ করছি ডিজিটাল মার্কেটিং সেবা নিয়ে। আমাদের সাথে সরাসরি কথা বলতে কল করুন ০১৭৯৬-৯১৯১৯৯ এই নাম্বারে।