সেল্ফ ব্র্যান্ডিং কেন গুরুত্বপূর্ণ!

জানুন সেল্ফ ব্র্যান্ডিং কেন গুরুত্বপূর্ণ!

সেল্ফ ব্র্যান্ডিং কেন গুরুত্বপূর্ণ!

সেল্ফ ব্র্যান্ডিং একটি সময় উপযোগী পদক্ষেপ।

আপনি প্রডাক্ট এর সেলস মার্কেটিং এ কাজ করবেন আর আপনাকে কেহ চিনবে না তা কি করে হয়?

তবে আপনাকে কেহ চিনবে না এটাই স্বাভাবিক। আপনার কাজ হল সেল্ফ ব্র্যাডিং করে এবং কাজ দিয়ে ডিজিটাল এক্টিবিটিস বাড়িয়ে সব সেক্টর এ আপনাকে চিনাতে হবে। তবে আপনি জব সেক্টর এ ভালো করতে পারবেন। মার্কেটে সবাই যখন এক নামে চিনবে তখন আপনি যে প্রডাক্ট নিয়ে কাজ করবেন সে প্রডাক্টই কিনবে।

সেলিব্রিটিদের এই জন্য বিভিন্ন প্রডাক্ট এর ব্র্যান্ড এমবাসিডর বানায়। তাই সাকিক ভাই কে কিছু দিন পর পর বিভিন্ন বিজ্ঞাপনে আমরা দেখে থাকি।

এই জন্য আপনাকেও কিছু নিয়ম নীতির মধ্যে দিয়ে চলতে হবে। নম্র ভদ্র বিনয়ী হতে হবে। পরিশ্রম সততা নিষ্ঠার সাথে কাজ করতে হবে। কাজের প্রতি ডেডিকেশন থাকতে হবে। তবেই লোকাল মার্কেটে আপনার একটা ভালো ইমেজ তৈরি হবে।

আগে আমাকে কেহ চিনতো না আর এখন রাস্তায় বা কারো অফিসে গেলে একাধিক মানুষ যখন বলে এই দেখ দেখ সালেহ মোবিন যায় – সত্যি আমি তখন নিজেকে নিয়ে গর্ববোধ করি।

সমাজে কেউ কেউ আবার আপনাকে নিয়ে সমালোচনা করবে। কারন তারা আপনার মত হতে পারেনি। তাদের কে আবার কিছু বলার দরকার নাই। এক সময় আপনার সাথে কাজ দিয়ে টিকতে না পেরে এমনিতেই থেমে যাবে।

আসুন আমরা ঈগল কে ফলো করি। বৃষ্টি আসলে সব পাখি কোন না কোন আশ্রয়ে চলে যায় আর ঈগলই একমাত্র পাখি যে কিনা মেঘের উপরে চলে যায়। আমাদের কে ও সেই ভাবে তৈরি হতে হবে।

আসুন আমরা নিজেকে বদলাই। নিজেদের কে এমন ভাবে তৈরি করি যাহাতে কর্পোরেট মার্কেটে সবাই এক নামে চিনেন। যেন সবাই বলে সালেহ মোবিন শুধু একটি নাম নয় একটি “ব্র্যান্ড”

লিখেছেন: Saleh Mobin