জেনে নিন, ফেসবুক যেভাবে আপনাকে টার্গেট করে তাদের বিজ্ঞাপন দেখায়!

facebook-targeted-ads-show

ফেসবুকের অ্যাপ আমাদের ফোনে একবার ইন্সটল হওয়ার পর বলতে গেলে সে পুরো মোবাইলের নিয়ন্ত্রনই নিয়ে নেয়। আমরা কোন কোন অ্যাপ ব্যবহার করি, সেই অ্যাপের ভিতর কত সময় কাটাই, কোথায় বেশি ক্লিক করি, কোন সাইটে ভিজিট করি, সেই সাইটে গিয়ে কি কি কাজ করি, কি কি পণ্য কিনি বা দেখি- মোটকথা ফেসবুক সবই ট্র্যাক করে।

আমরা সবাই এই ব্যপারটির মুখোমুখি হয়েছি যে কোন সাইটে গিয়ে একটু ঢু মেরে আসলাম, কোন বিজ্ঞাপন দেখে, এরপর থেকে বারবার সেই সাইটের অথবা সেম ক্যাটাগরির বিজ্ঞাপন আমাদের ওয়ালে দেখতে থাকি। এর কারণ কি?

সহজ কথায় এর কারণ হল, ফেসবুক পিক্সেল।

অ্যাডভান্সড ফেসবুক মার্কেটিং এর অন্যতম শক্তিশালী একটি টুলস হল এই পিক্সেল।

Facebook pixel photo

পিক্সেল কি- পিক্সেল হল ফেসবুকের অ্যাড ম্যানেজারে থাকা একটি ফিচার। এই ফিচার ব্যবহার করে আপনি আপনার সাইটের ভিজিটরদের সকল অ্যাক্টিভিটি দেখতে পারবেন। এই ফিচার ব্যবহারের জন্য একটি কোড আপনার সাইটের হেডার সেকশনে বসাতে হবে। বসানোর পর থেকে আপনার সাইটের অ্যাড রান করার পর ব্যবহারকারিরা আপনার কোন কোন পেজে যাচ্ছে ও কি কি করছে তার পুরোটাই আপনি ট্র্যাক করতে পারবেন সহজেই।

যেমন, আমি যদি কোন অ্যাড দেখে ঐ সাইটে বা হোম পেজে ঢুকে আবার বের হয়ে যাই,আবার হোম থেকে প্রোডাক্ট পেজে, অথবা কোন প্রোডাক্ট বা সার্ভিস অ্যাড টু কার্ট করি, অথবা পারচেস করি, এরকম প্রতিটি পেজে হিট করাকে বলা হয় ইভেন্ট। ফেসবুক বাই ডিফল্ট ৮ টি ইভেন্ট ট্র্যাক করতে দেয়। এর বাইরে আপনি চাইলে কাস্টম ইভেন্টের মাধ্যমে ট্র্যাক করতে পারেন।

তবে আইওএস এর নতুন আপডেট আসার পর আইওএস ব্যবহারকারীদের টার্গেট করা ফেসবুকের পক্ষে একটু কষ্টকর হয়ে গেছে। তবে অন্যান্য অপারেটিং সার্ভিসের ব্যবহারকারিদের সহজেই ট্র্যাক করা যায়।

আপনি যদি ফেসবুক ব্যবহার করে আপনার ব্যবসাকে আরো বর্ধিত করতে চান তবে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমারা দিচ্ছি ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস যা আপনার ব্যবসাকে করবে আরো প্রসারিত। বিস্তারিত জানেতে কল করুন আমাদের হট লাইন নাম্বারে – ০১৭৯৬-৯১৯১৯৯