কিভাবে ফেসবুক পেজ এর মাধ্যমে ব্যবসা শুরু করবেন!

4

কিভাবে ফেসবুক পেজ এর মাদ্ধমে ব্যবসা শুরু করবেন

ফেসবুক কিভাবে আপনার ব্যবসায় এর প্রচার এর জন্য সব থেকে ভাল প্লাটফর্ম হতে পারে?

আপনি কেন ফেসবুক কে মার্কেটিং এর প্রথম সারিতে রাখবেন?

আপনি কি জানেন? পৃথিবীজুড়ে ৩৪২ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর ৫২% অর্থাৎ ১৮৬ কোটি মানুষ ফেসবুকের সাথে যুক্ত। যার মধ্যে ১২৩ কোটি দৈনিক সক্রিয় ব্যবহারকারী, যা পৃথিবীতে সবোর্চ্চ। এমনকি বাংলাদেশের ক্ষেত্রেও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যাটা নেহাত কম নয়। ফেসবুক এর তথ্য অনুযায়ী, বাংলাদেশের কোটি ৪০ লক্ষ মানুষ ফেসবুক ব্যবহার করে।

প্রায় ২০০ কোটি মানুষের এ প্লাটফর্ম ফেসবুক তাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম, একইসাথে সবচেয়ে বড় সোশাল বিজনেস প্লাটফর্মও। তাই সম্পূর্ণ ঝামেলামুক্তভাবে এবং কোনো প্রকার পূর্ব আর্থিক বিনিয়োগ ব্যতীত সম্পূর্ণ বিনামূল্যে টার্গেডেট অডিয়েন্সের কাছে আপনার পণ্যের ব্রান্ডিংয়ের জন্য ফেসবুক হতে পারে সবথেকে কার্যকরী ও নিরাপদ মাধ্যম।

আপনি যদি ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন তাহলে আর্টিকেলটি আপনার জন্য।

আর্কষণীয় একটি ফেসবুক পেজ খোলা থেকে শুরু করে, মেম্বার এনগেজমেন্ট, আপনার পণ্যের মার্কেটিং, কাস্টমার সাপোর্ট সবকিছু নিয়ে বিস্তারিত জানতে পুরো লেখাটি ধৈর্য ধরে পড়ে ফেলুন।

ফেসবুক পেজ কি?

ফেসবুক পেজ হলো ফেসবুকের বিশাল কমিউনিটির মাঝে আপনার ব্যবসা, ব্যান্ড অথবা আপনার নিজেকে প্রোমোট বা অগ্রসর করার জন্য ফেসবুকের একটি জনপ্রিয় সার্ভিস।

ফেসবুক পেজ আপনার প্রোফাইলের সাথে যুক্ত থাকে যাতে ফেসবুক বুঝতে পারে পেজটির আসল মালিক কে। আপনার প্রোফাইলের সাথে ফেসবুক পেজের সম্পর্ক এতটুকুতেই সীমাবদ্ধ।

ফেসবুক পেজে এমন কিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে, যেমন analytics, advertising, post schedule যা আপনার পেজকে বিকশিত করতে সাহায্য করে।

ফেসবুকে একটি পেজ খোলার নিয়ম

১. আপনার ফেসবুক একাউন্ট এ লগ ইন করুন এবং পেজ তৈরী করুনঃ

ফেসবুকে পেজ খোলার জন্য প্রথমেই আপনার একাউন্টে লগ ইন করতে হবে। কারণ ফেসবুক অ্যাকাউন্ট ব্যতীত ফেসবুক পেজ খোলা যায় না। এজন্য আপনার ফেসবুক একাউন্টে লগ ইন করে হোম বাটনে ক্লিক করুন।

এরপর ডেস্কটপের ক্ষেত্রে হোম পেজের বাম পাশে সার্চ বক্সের নিচে থাকা Pages অপশনে ক্লিক করে এবং মোবাইল অ্যাপের ক্ষেত্রে লগ-ইন করার পর উপরের হেডার বারে থাকা 3 Dot এ ক্লিক করে Pages অপশনে ক্লিক করলে আপনার সামনে Pages এর একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনার সকল পেজগুলো দেখানো হবে।

কিন্তু আপনি নতুন হলে এখানে থাকা Get Started বাটনে ক্লিক করে একটি পেজ তৈরির প্রকিয়া শুরু করুন। এখন নতুন পেজ খোলার জন্য + Create New Page বাটনে ক্লিক করলে ফেসবুক আপনাকে Create a Page ইন্টারফেস এ নিয়ে আসবে। এখন বাম পাশে থাকা Page information এর নিচের Page name, CategoryDescription ঘরগুলো পূরণ করতে হবে। আপনার কাছে চাওয়া তথ্যগুলো দিয়ে ঘর পূরণ করলেই আপনার জন্য একটি পেজ তৈরি হয়ে যাবে।

২. ফেসবুক পেজের নাম নির্ধারণঃ

ফেসবুক পেজ তৈরির প্রথম ধাপই হচ্ছে আপনার কাজের ধরণের উপর ভিত্তি করে একটি আর্কষণীয় ও মানানসই নাম দেয়া। যা পেজটিতে মেম্বার/সদস্য যুক্ত করা ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা দেয় এবং আপনার পেজের প্রতি একটি ইতিবাচক ধারণা জন্মায়। তাই আপনার কাজের সাথে মিল রেখে একটি সুন্দর নাম দিয়ে ফেলুন।

৩. ফেসবুক পেজের ক্যাটাগরি নির্বাচনঃ

ফেসবুক পেজ তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো ক্যাটাগরি নির্বাচন করা। তবে বর্তমানে ক্যাটাগরি নির্বাচন করা অনেক সহজ।

ফেসবুক এখন আপনার সুবিধার্থে চাহিদা অনুসারে ক্যাটাগরি বাছাইয়ের জন্য হাজার হাজার চাহিদাসম্পন্ন ক্যাটাগরি তাদের সার্ভারে রেখে দিয়েছে। আপনি শুধু Category অপশনে গিয়ে আপনার ক্যাটাগরিটি টাইপ করলেই, আপনার ক্যাটাগরি ও এর সাথে সম্পর্কিত অন্যান্য ক্যাটাগরি দেখতে পাবেন।

উদাহরণস্বরূপ; আপনি যদি Elections এর সাথে সম্পর্কিত কোন কিছু নিয়ে কাজ করতে চান তাহলে Category বক্সে Elections লিখে সার্চ করলে Elections, Elections Company, Elections Store এর মত অপশন দেখাবে।

আপনি চাইলে আপনার প্রয়োজন অনুসারে সর্বোচ্চ টি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এরপর বাম পাশে একেবারে নিচের দিকের Create অপশনে ক্লিক করলেই আপনার পেজটি তৈরি হয়ে যাবে। এখন বাম পাশে আপনার পেজের জন্য প্রোফাইল পিকচার ও কভার ফটো যুক্ত করার অপশন আসবে। তবে আপনি এখনই এগুলো যুক্ত করতে না চাইলে নিচের দিকের Save বাটনে ক্লিক করে আপনার পেজটি সেভ করে নিতে পারেন।

এখন আপনি যেকোন সময় আপনার ফেসবুকে লগইন করে Page অপশনে এসে আপনার পেজটি দেখতে পারবেন ও প্রয়োজনে পরিবর্তন বা সংশোধন করতে পারবেন।

তবে আপনার পেজটি সুন্দরভাবে সাজানোর পূর্বে এখনই প্রকাশ করতে না চাইলে বাম পাশের নেভিগেশন বারের নিচের দিকে থাকা Setting>General Setting>Page Visibility>Edit অপশনে গিয়ে Page unpublished অপশনে মার্ক করে Save Changes এ ক্লিক করুন। এখন আপনি আপনার প্রয়োজন অনুসারে পেজটি ডিজাইন করুন ও কাজ সম্পূর্ণ হওয়ার পর একইভাবে পেজটি Publish করতে পারবেন।

 

৪. ফেসবুক পেজ ডিজাইন প্রোফাইল পিকচার যুক্ত করা

ফেসবুকের ব্যবসায়িক পেজের জন্য আপনার প্রোফাইল পিকচার যেকোন ধরনের হতে পারে

  • আপনার বিক্রি করতে চাওয়া পণ্যের একটি আকর্ষণীয় ছবি।
  • আপনি যদি নিজেই আপনার ব্যবসার ব্রান্ড হন, তাহলে আপনার একটি প্রফেশনাল ছবি।
  • আপনার ব্যবসায়িক লোগো।

আপনি যা-ই নির্বাচন করুন না কেন, আপনার পেজের প্রোফাইল পিকচার সব সময় সাধারণ রাখুন যাতে যে কেউ খুব সহজে এটি বুঝতে পারে।

আপনার ছবির মান অক্ষুণ্ণ রাখতে প্রোফাইল পিকচারটি 1080×1080 পিক্সেল হওয়া উচিৎ। আপনি চাইলে Resizeimage.com থেকে সম্পূর্ণ বিনামূল্যে আপনার চাহিদা অনুযায়ী সঠিক আকার তৈরি করে নিতে পারেন।

  • আপনার প্রোফাইল ও কভার ফটো Resize করার উপায়

এজন্য গুগল থেকে Resizeimaze.com এ গিয়ে প্রথমে আপনার ইমেজটি আপলোড করুন। এখন Fixed aspect ratio তে ক্লিক করে আপনার চাহিদা অনুযায়ী 1080×1080 মাত্রার পিক্সেল নির্বাচন করে change বাটনে ক্লিক করুন। এখন আপনার পছন্দ অনুযায়ী ছবিটি পরিবর্তন করার পর Resize Image এ ক্লিক করলেই আপনার ছবিটি Resize হয়ে যাবে। এরপর Download অপশনে ক্লিক করে আপনার ফটোটি ডাউনলোড করুন।

এখন আপনি আপনার নতুন তৈরি করা ছবিটি ফেসবুকে আপলোডের জন্য সম্পূর্ণভাবে তৈরি। এজন্য প্রথমে আপনার পেজে গিয়ে গোল প্রোফাইল পিকচার অংশের ক্যামেরা আইকনে ক্লিক করলে আপনাকে

  • আপনার মোবাইল বা কম্পিউটারের সাহায্যে একটি ছবি তুলতে বলা হবে
  • আপনাকে একটি ছবি আপলোড করতে বলা হবে। এখান থেকে দ্বিতীয় অপশনটি ক্লিক করে আপনার ছবিটি আপলোড করুন। সফলভাবে আপলোড সম্পন্ন হওয়ার পর আপনার ছবিটি প্রোফাইল পিকচার হিসেবে আপনার পেজে দেখা যাবে।

৫. ফেসবুক পেজের জন্য একটি কভার ফটো তৈরি যুক্তকরণ

আর্কষণীয় কভার ফটো তৈরির জন্য আপনি চাইলে বিন্যামূল্যে Canva এর Facebook Covers ফিচার থেকে আপনার মনমত একটি কভার ফটো ডিজাইন করে নিতে পারেন। এজন্য Canva.com এ গিয়ে কিংবা মোবাইলে Canva app এর মাধ্যমে আপনার পছন্দের কভার ফটোটি তৈরি করে নিতে পারেন। তবে লক্ষ্য রাখবেন, কভার ফটোটি যাতে সব ধরনের ডিভাইসে ভালোভাবে দেখা যায়।

কারণ ফেসবুক কভার ফটোর মাত্রার সাইজ ৮২৮×৩১৫ পিক্সেল হলেও মোবাইলের জন্য সবথেকে ভালো মাত্রা হলো ৫৬০×৩১৫ পিক্সেল। তাই আমার পরামর্শ হলো কভার ফটোর সাইজ মোবাইলের জন্য উপযোগী পিক্সেলে রাখুন। তাহলে মোবাইল কিংবা কম্পিউটার, যেকোনো ডিভাইসে কভার ফটোটি ভালোভাবে দেখতে পাওয়া যাবে।

আপনার ছবিটি আপলোডের জন্য তৈরি হওয়ার পর পূর্বের মত করে কভার ফটোর নিচের দিকে ডান কোনের ক্যামেরা আইকনে ক্লিক করে Upload Photo/Choose From Photos অপশন ব্যবহার করে আপনার ফটোটি আপলোড করুন।

তবে আপনি চাইলে বর্তমান জনপ্রিয় একটি ফিচার Create Slideshow অপশন ব্যবহার করে একই সাথে চারটি ভিন্ন ভিন্ন কভার ফটো আপলোড করতে পারবেন, যার ফলে চারটি ফটোই ১/২ সেকেন্ডের ব্যবধানে ক্রমান্বয়ে দেখানো হবে। যা আপনার ব্যবসাকে প্রতিদ্বন্দীর থেকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।

এছাড়া কভার ফটো হিসেবে Video আপলোডের সুযোগ থাকলেও তা অতটা কার্যকর নয়। সফলভাবে আপনার কভার ফটো আপলোডের পর Save Changes বাটনে ক্লিক করে ফটোটি সেভ করুন।

কভার ফটোটি সম্পূর্ণরুপে আপলোড হওয়ার পর, ফটোটিতে ক্লিক করে ছবির Description পূরণ করুন। এটি আপনার পেজের একটি মূল্যবান অংশ। এখানে আপনার ব্যবসা বা পণ্য সম্পর্কে কোনো হ্যাশ ট্যাগ (#tag)বা ফিচার এবং আপনার ওয়েবসাইট বা পণ্যের পেজের লিঙ্ক যুক্ত করে দিতে পারেন।

যার ফলে, এখন কেউ আপনার কভার ফটোতে ক্লিক করলে আপনার পেজ কিংবা ব্যবসা সম্পর্কে বিভিন্ন তথ্য সহজেই খুঁজে পাবে।

৬. আপনার ফেসবুক পেজে Call-to-Action বাটন যুক্ত করুন

ফেসবুক পেজে Call-to-Action বাটন যুক্ত করা হলে সেবা গ্রহনকারীরা খুব সহজেই কোনোকিছু অর্ডার করা, উপহার বা নিউজলেটারের জন্য সাইন আপ করা, খুব সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারা এবং আরও কিছু সহজে করার উপায় দেয়।

Call-to-Action বাটন যুক্ত করতে আপনার কভার ফটোটির ডান কোনার নিচে অবস্হিত + Add a Button এ ক্লিক করুন। এখানে আপনাকে ১৬(ষোল) ধরণের স্টান্ডার্ট বাটন থেকে আপনার প্রয়োজনীয় বাটন নির্বাচন করতে বলা হবে।

অনুসরণ করার জন্য একটিমাত্র Follow বাটন রয়েছে।

View Gift Card বাটন – গিফট কার্ড কেনার সুবিধা দেয়ার জন্য একটিমাত্র বাটন রয়েছে।

Order Food বাটন – অনলাইনে খাবারের অর্ডার দেয়ার জন্য একটিমাত্র বাটন রয়েছে।

Book Now বাটনে তিনটি অপশন রয়েছে।

  • Appointments on Facebook – অপশনে লোকেরা আপনার সাথে ফেসবুকের মধ্যে সময় নির্ধারণ করতে পারে এবং স্বয়ংক্রীয়ভাবে রিমাইন্ডার পান।
  • Connect Another Tool – অপশনটি ইতিমধ্যেই আপনার ফেসবুক পেজে ব্যবহৃত হচ্ছে।
  • Link to Website – আপনার সাথে বুকিং দেয়ার জন্য ব্যবহারকারীকে আপনার ওয়েবসাইটে পাঠান।

Get Quote বাটনে ব্যবহারকারী ক্রেতার কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত Intro, Question Prompt, Add QuestionCompletion message এর মত অপশন রয়েছে।

Call Now বাটনের মাধ্যমে যেকেউ একবার চাপ দিয়েই কল করার সুবিধা রয়েছে।

Contact Us বাটনে যোগাযোগের জন্য আপনার ওয়েবসাইট ব্যবহারের সুযোগ রয়েছে যাতে লোকজন আপনার সাথে যোগাযোগ তথ্য পায়।

Send Message বাটনে মাত্র একটি চাপের মাধ্যমেই আপনার কাছে মেসেজ পাঠানোর ব্যবস্হা আছে।

Send WhatsApp Message বাটনে হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করার ব্যবস্হা আছে যাতে লোকজন বাটনে একবার ক্লিক করেই আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারে।

Send Email বাটনে একটি ইমেইল ঠিকানা দেয়ার সুযোগ আছে যাতে লোকজন আপনার কাছে ইমেইল পাঠাতে পারে।

Learn More বাটনে আপনার ওয়েবসাইট ঠিকানা যুক্ত করার ব্যবস্হা রয়েছে, যাতে লোকজন আপনার সম্পর্কে আরও জানতে পারে।

Sign Up বাটনে আপনার ওয়েবসাইটের জন্য নিউজলেটার ও অন্যান্য সার্ভিসের ব্যবস্হা আছে।

Use App বাটনে অ্যাপ যুক্ত করতে পারেন যাতে লোকজন আপনার অ্যাপ খুঁজে পায়।

Play Game বাটনে একটি ওয়েবসাইট যুক্ত করার মাধ্যমে লোকজন আপনার গেম খুঁজে পাবে ও খেলতে পারবে।

Watch Video বাটনে আপনার ওয়েবসাইট যোগ করার মাধ্যমে লোকজন আপনার ভিডিও দেখতে পারবে।

Shop Now বাটনে আপনার ওয়েবসাইটের মাধ্যমে লোকজন আপনার দোকান সহজে খুঁজে পাবে।

৭. আপনার ফেসবুক পেজের জন্য একটি বর্ণণা লিখুন যুক্ত করুন

আপনার পেজের Description বক্সে আপনি আপনার পেজ সম্পর্কে লিখতে পারেন যাতে লোকজন আপনার পেজ সম্পর্কে ধারণা নিতে পারে। আপনার পেজের বর্ণণা ভালোভাবে তুলে ধরতে পারলে আপনার পেজ সম্পর্কে লোকজনের পজিটিভ ধারণা জন্মাবে যা আপনার পেজের উন্নতকরণে সহায়ক হবে।

ফেসবুক পেজের Description বক্সে বর্ণণা লেখার জন্য আপনি সর্বোচ্চ ১৫৫ টি ক্যারেক্টার পাবেন। এছাড়াও ফেসবুক সমর্থিত যে কোন ভাষায়ও আপনি বর্ণাণা দিতে পারবেন। বর্ণণা লেখার জন্য অনেক কম জায়গা থাকায় আপনার সর্বোচ্চ ভাষাগত দক্ষতা প্রয়োগ করে একটি আর্কষণীয় বর্ণণা লিখতে হবে।

৮. আপনার ফেসবুক পেজের জন্য একটি কাস্টম ব্যবহারকারী নাম তৈরি করুন

প্রতিটি ফেসবুক পেজের একটি অদ্বিতীয় URL ঠিকানা থাকে, যার মাধ্যমে ফেসবুক পেজটিকে আলাদাভাবে চিহ্নিত করা ও খুঁজে বের করা যায়; উদাহরণসরুপ: facebook.com/YourPageName12345

আপনার ব্যবসাকে আরও সহজভাবে লোকজনের সামনে তুলে ধরার জন্য ও ব্যবসার সাথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার জন্য আপনার একটি অনন্য/অদ্বিতীয় ব্যবহারকারী নাম দিয়ে আপনার একটি ইউজারনেম তৈরি করুন। এর ফলে ফেসবুক ব্যবহারকারীরা খুব সহজেই আপনাকে খুঁজে পাবে ও সহজে ট্যাগ করার সুবিধা পাবে।

উদাহরণসরুপ, আমি আমার পেজের পরীক্ষামূলক ইউজারনেম হিসেবে Electronicstore বাছাই করেছি। সুতরাং আমার URL হবে এখন facebook.com/Electronicstoreইউজারনেম ছোট ও এক শব্দের হতে হবে, যা আপনার পেজের ব্রান্ডিংয়ে সাহায্য করবে।

৯. আপনার পেজের গোপনীয়তা সুরক্ষা সেটিংস সঠিকভাবে নির্বাচন করুন

আপনার পেজের গুরুত্বপূর্ণ সবকিছু সেট আপ করার পর আপনার পেজটির গোপনীয়তা সুরক্ষার জন্য আপনাকে সঠিক অপশন বাছাই করতে হবে। আপনি যদি অন্য কাউকে পেজের কোনো দায়িত্বে রাখতে চান তাহলে তা নির্ধারণ করুন। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে কিভাবে আপনার বার্তা পৌঁছাতে চান নির্ধারণ করুন।

  • পেজের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস এখানে তুলে ধরা হলোঃ
  • General Setting 

এখানে Page Visibility অপশনে গিয়ে পেজটি ফেসবুক ব্যবহাকারীদের সামনে উন্মুক্ত করতে কিংবা লুকিয়ে রাখতে পারবেন।

আপনার পেজে ভিজিটর বা পরিদর্শকরা পোস্ট দিতে পারবে কি-না তা নির্ধারণে Visitor Posts অপশন কাজে দিবে।

লোকজন আপনার পেজের বিভিন্ন পোস্ট কিংবা ফটো ট্যাগ করার অনুমতি দেয়া বা বাতিল করার জন্য Tagging Ability অপশন ব্যবহার করতে পারবেন। একইসাথে লোকজন ও অন্যান্য পেজকে আপনার পেজ ট্যাগ করার জন্য Others Tagging this Paze অপশন ব্যবহার করতে পারবেন।

আপনার পেজ কোনো নির্দিষ্ট দেশ ও নির্দিষ্ট বয়সের মানুষের কাছে সীমাবদ্ধ রাখার জন্য যথাক্রমে Country RestrictionsAge Restrictions অপশন ব্যবহার করে আপনার প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করে নিতে পারবেন।

আপনি অনেকগুলো ভাষায় পোস্ট করতে চাইলে কিংবা আপনার পেজটি কোন একটি ভাষায় ট্রান্সলেট (ভাষান্তর) করতে চাইলে Post in Multiple Language Translate Automatically অপশন ব্যবহার করে ঠিক করে নিতে পারবেন।

এছাড়াও, আপনার পেজটি ডাউনলোড করতে Download Page সেটিংস ব্যবহার করে ডাউলোড এবং Delete Page সেটিংস ব্যবহার করে আপনার পেজটি মুছে ফেলতে পারবেন।

  • Message Setting

যখন কেউ আপনার ফেসবুক পেজের মাধ্যমে গোপনীয়ভাবে আপনাকে মেসেজ পাঠায় তখন আপনার কাছে মেসেজের উত্তর দেয়ার জন্য ভার্চুয়াল রেসপন্স এসিস্ট্যান্ট ব্যবহারের সুযোগ থাকে।

ফলে যখনই কেউ ফেসবুক পেজের মাধ্যমে আপনাকে মেসেজ দেবে তখনই রেসপন্স এসিস্ট্যান্ট আপনার আগে থেকেই সেভ করা একটি মেসেজ রিপ্লে হিসেবে তাৎক্ষণিকভাবে পাঠিয়ে দেবে। যা আপনার পেজ সম্পর্কে মেসেজ প্রদানকারীর পজিটিভ ধারণা জন্মাতে সাহায্য করবে।

আপনি অটো রেসপন্স হিসেবে-

  • মেসেজ প্রদানকারীকে তার বার্তা নিশ্চিতকরণের মেসেজ দিতে পারেন
  • আপনি খুব দ্রুত তার মেসেজের জবাব দেয়ার আশ্বাস দিতে পারেন।
  • এছাড়া মেসেজ প্রদানকারীকে মেসেজ প্রেরণের জন্য অভিনন্দন জানাতে পারেন ও দ্রুত যোগযোগ করবেন বলে জানাতে পারেন।

 

  • Page Info Setting

এখানে আপনার পেজের জন্য পূর্বে দেয়া বিভিন্ন তথ্য যেমন, পেজের নাম, ইউজারনেম, বর্ণণা, ক্যাটাগরি, যোগাযোগের ঠিকানা ও সার্ভিস সম্পর্কিত বিভিন্ন তথ্য পরিবর্তন কিংবা পরিবর্ধন করতে পারবেন। যার ফলে আপনার মনোভাব পরিবর্তন হলে অথবা কোনোকিছু নির্বাচনে ভুল হলে তা পুনরায় ঠিক করার সুযোগ পাবেন এ সেটিংস অপশনে।

  • Template and Tabs

আপনার ফেসবুক পেজকে আরও আর্কষণীয়ভাবে তুলে ধরার জন্য আপনার চাহিদা অনুযায়ী Business, Shopping, Politicians ইত্যাদি নির্দিষ্ট ক্যাটাগরির টেমপ্লেট নির্বাচন করে আপনার পছন্দমত ডিজাইন সাজিয়ে নিতে পারবেন Template সেটিংস থেকে।

Tabs সেটিংস থেকে আপনার পেজের চাহিদা অনুযায়ী বিভিন্ন ট্যাব যেমন, Offer, Jobs, Shop, Reviews ইত্যাদি যুক্ত কিংবা বাতিল করতে পারবেন।

  • Notifications

আপনার পেজে কোনো কার্যক্রম দেখা দিলে এই সেটিংস এর মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কখন আপনি এসকল কার্যক্রম দেখবেন।

আপনার পেজে সবসময় কার্যক্রম চললেও দিনের যেকোনো সময় আপনি আপনার পেজের কার্যক্রম দেখার সময় নির্ধারণ করতে পারবেন। এছাড়াও আপনি কোন কার্যক্রমগুলো দেখতে চান তাও বাছাই করতে পারবেন।

আপনার পেজের প্রতি মুহুর্তের লাইক, কমেন্ট, শেয়ার অথবা মেনশনের মধ্যে থেকে শুধুমাত্র আপনার প্রয়োজনীয় জিনিসটি দেখার জন্য এই সেটিংসটি ব্যবহার করতে পারেন। আপনার কাছে নোটিফিকেশন কোন মাধ্যমে (ইমেইল,ফেসবুক,টেক্সট) আসবে তা-ও  বাছাই করে নেয়া যাবে এ সেটিংস থেকে।

  • Page Roles Settings

আপনার ফেসবুক পেজে একসাথে একাধিক লোক কাজ করলে তা Page Roles সেটিংস থেকে ঠিক করে নিতে পারবেন।

আপনার পেজের সকল কার্যক্রম যেমন, পোস্ট দেয়া থেকে শুরু করে, কমেন্টের রিপ্লাই দেয়া, মেসেজ, কল বা ই-মেইল রিসিভ করা ও রিপ্লে দেয়া, পোস্ট এডিট, বিজ্ঞাপন ইত্যাদির জন্য আপনার প্রয়োজন অনুসারে বাছাইকৃত লোকজনকে তাদের কাজের উপর ভিত্তি করে Admin, Editor, Moderator, Advertiser, Analyst ভূমিকায় রাখতে পারবেন।

তবে এক্ষেত্রে সবোর্চ্চ সাবধানতা অবলম্বন করা উচিৎ। অপিরিচিত ও অবিশ্বস্ত কাউকে গুরুত্বপূর্ণ কোনো Page Roles যেমন, Administration এ রাখা যাবে না, নাহলে ভবিষ্যতে আপনার পেজ মারাত্মক ক্ষতির শিকার হতে পারে। তাই ভেবেচিন্তে সব দিক বিবেচনায় Page Roles এ কারা থাকবে ও কি ভূমিকায় থাকবে তা ঠিক করুন।

  • People and Other Pages Settings

এখানে আপনার পেজে Like করা লোকদের একটি লিস্ট দেখা যাবে। আপনি যদি আপনার পেজ থেকে কাউকে ব্যান করতে চান, তাহলে এখান থেকে করতে পারবেন।

  • Preferred Page Audience Settings

আপনার যদি নির্দিষ্ট কোনো টার্গেটেড ক্রেতা থাকে তাহলে আপনি আপনার পেজটি শুধুমাত্র তাদের কাছে পৌছানোর করার জন্য এখান থেকে পছন্দমত বয়স, দেশ বা অঞ্চল ইচ্ছেমত কাস্টমাইজড করে নিতে পারেন। যা আপনার ব্যবসাকে সঠিকভাবে এগিয়ে নিতে সহায়তা করে।

  • Page Support Inbox

এখানে আপনি আপনার পেজের জন্য ফেসবুক থেকে বিভিন্ন সাহায্য নিতে পারবেন ও আপনার বিভিন্ন রিকুয়েষ্ট ও পরিবর্তন মনিটর করতে পারবেন।

১০. আপনার পেজের সমস্ত বিবরণ সঠিকভাবে সম্পন্নকরণ

আপনার পেজকে পাবলিশ করার আগে আপনার Page Info গুলোকে সঠিক আছে কি-না তা যাচাই করে নিন। আপনার Business Hour, LocationContact Info যাচাই করুন ও প্রয়োজনে সংশোধন করুন। এখান থেকে আপনি চাইলে আপনার অন্যান্য সোশাল একাউন্টগুলো যোগ করে নিতে পারেন।

আপনার পেজটি পুরোপুরি তৈরি মনে হলে আপনার পেজকে লোকজনের কাছে দৃশ্যমান করার জন্য Setting>General Setting>Page Visibility>Edit সেটিংস এ গিয়ে Page published অপশনটি মার্ক করে Save Changes এ ক্লিক করুন।

ফেসবুকের বৃহৎ কমিউনিটিকে কাজে লাগিয়ে একটি ফেসবুক বিজনেস পেজ নতুন গ্রাহকদের পক্ষে আপনাকে খুঁজে পেতে, আপনার প্রোডাক্টের সাথে যুক্ত হতে ও সেবা নিতে এবং আপনার ব্যবসাকে দ্রুত ছড়িয়ে দিতে কাজ করে।

উপরের নির্দেশনাগুলো ব্যবহার করে আপনি আপনার ব্যবসার জন্য একটি আর্কষণীয় ফেসবুক পেইজ খুলতে পারেন।