যেভাবে ফেসবুকের বুস্টের পোস্ট এডিট করবেন

Edit-Bosted-Post

আমরা অনেকেই ফেসবুকে পোস্ট বুস্ট করার পর তা আবার এডিট করতে চাই। বিশেষ করে কোন প্রোডক্ট এর অ্যাড দিলে যখন প্রোডাক্ট টি স্টক আউট হয়ে যায় তখন সেই প্রোডাক্ট টি পোস্ট থেকে রিমুভ করার প্রোয়োজন পড়ে। কিন্তু অনেকে না জানার কারনে পোস্ট টি এডিট করতে পারেন না। ফলে নতুন করে আবার পোস্ট করে সেটা দিয়ে অ্যাড সেট করে থাকে। যদিও পূর্বের অ্যাড টাই ভাল করার সম্ভাবনা বেশি থাকে, কেননা এটা তে এংগেজমেন্ট বেশি থাকে।

চলুন জেনে নেই কিভাবে আপনি একটি বুস্টের পোস্ট এডিট করতে পারবেন সে সম্পর্কে –

কোন পোস্ট যখন ফেসবুক এর অ্যাড হিসেবে সেট করা থাকে তখন ফেসবুক সেটাকে আর এডিট করার পারমিশন দেয় না। যার ফলে আমাদের এডিট করার প্রয়োজন হলেও আর সেটা আর এডিট করতে পারি না।

এক্ষেত্রে আমাদের করনীয় হল, প্রথমে অ্যাড ম্যানেজার অথবা অ্যাড সেন্টার থেকে অ্যাড টি ডিলিট করতে হবে। তারপর পেজটি রিলোড দিয়ে এরপর ফেসবুকে পেজে এসে পোস্টটি এডিট করতে পারবেন।

সতর্কতাঃ এখানে আমি শুধু অ্যাড ডিলিট করতে বলেছি , ক্যাম্পেইন অথবা, পোস্ট ডিলিট করার কথা বলিনি তাই ভুল করে আবার পোস্ট ডিলিট করে দিবেন না।

অ্যাড ডিলিট করার পর আপনি চাইলে পোস্ট হতে অপ্রয়োজনীয় ফটো রিমুভ করতে পারবেন। অথবা চাইলে নতুন করে ফটো আপলোড করতেও পারবেন।

এডিট করার পর আপনি চাইলেই এই পোস্ট টিকে আবার অ্যাড হিসেবে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোন সমস্যা হবে না।

 

আমরা FIzDigital. কাজ করছি ব্র্যান্ডিং এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে। আপনার ব্যবসার ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর বিশ্বস্তএজেন্সি হিসেবে আমাদের সাথে কথা বলতে পারেন নির্ভয়ে।