ফেইসবুক বুস্ট এর রিচ বাড়ানোর সিক্রেট টিপস!

আপনি কি আপনার ফেসবুক রিচ বাড়ানোর উপায় খুঁজছেন? ফেসবুক রিচ কমে যাওয়ার প্রভাব কি আপনার মার্কেটিং এর উপড় পড়েছে? আপনার পোস্টে বুস্ট দেয়ার পরেও কি রিচ বাড়ছে না?

তাহলে এই আর্টেকেলটি আপনার জন্য।

আপনার ফেসবুক পোস্ট বুস্ট দেয়ার আগেই আর্টিকেলটি পড়ে ফেলুন।

সাধারণভাবে বলতে গেলে ফেসবুক রিচ হলো, আপনার পোস্ট যতজন ইউনিক (একক) ব্যবহারকারীর কাছে পৌঁছায় তার সংখ্যা। ফেসবুক রিচ বাড়ানোর সাধারণত দুইটি উপায় রয়েছে-

  • অর্গানিক রিচ হলো আপনার ফেসবুক পেজে কোনো পোস্ট বা বিজ্ঞাপণ করার পর তা সাধারণভাবে (ফ্যানবেজ, শেয়ার ইত্যাদি মাধ্যমে) মানুষের কাছে পৌঁছায় দেয়ার পদ্ধতি।
  • পেইড রিচ হচ্ছে ফেসবুক বুস্টের মাধ্যমে অর্থ ব্যয় করে আপনার টার্গেটেড বা কাস্টম অডিয়েন্সের কাছে আপনার বিজ্ঞাপণ বা পোস্ট পৌঁছে দেয়ার উপায়।

আপনি হয়তো খেয়াল করে থাকবেন, সময় বাড়ার সাথে সাথে আপনার ফেসবুক পেজের রিচের পরিমান ধীরে ধীরে কমছে। এটা শুধু আপনার সাথেই হচ্ছে না। কয়েক বছর ধরে ফেসবুক পেজের অর্গানিক রিচের পরিমাণ ক্রমাগত কমছেই।

আপনি জেনে অবাক হবেন যে, বর্তমান সময়ে ফেসবুক পেজগুলো গড়ে মাত্র ৬% অর্গানিক রিচ পেয়ে থাকে। তাই বর্তমান সময়ে অর্গানিকভাবে ফেসবুক রিচ বৃদ্ধি করা পূর্বের যে কোনো সময়ের তুলনায় অনেক চ্যালেঞ্জিং হয়ে দাড়িয়েছে।

তাই এক্ষেত্রে একমাত্র বিকল্প হলো পেইড উপায়ে ফেসবুক বুস্টের মাধ্যমে আপনার রিচ বাড়ানো। কিন্তু কোনো কিছু না বুঝে এলোপাথাড়িভাবে বুস্ট করে গেলে কখনোই আশানুরুপ ফলাফল পাবেন না।

তাই আপনার বুস্টের রিচ বাড়াতে ফেইসবুক বুস্ট এর রিচ বাড়ানোর সিক্রেট টিপসগুলো ফলো করুন

আপনার সঠিক অডিয়েন্স ও স্থান বাছাই করে নিন

বুস্ট করার জন্য প্রথমেই যে পোস্টটি বুস্ট করতে চান তার নিচে থাকা Boost Post বাটনে ক্লিক করুন। এখন আপনাকে Boost Post নামের একটি পেজে নিয়ে আসা হবে। এখন, এখান থেকে আপনার বিজ্ঞাপণ বা পোস্টের জন্য অডিয়েন্স ও লোকেশন বাছাই করুন।

ফেসবুকে কিন্তু ডিফল্টভাবে জায়গা হিসেবে United State ও অডিয়েন্স হিসেবে ১৮-৬৫ বছরের পুরূষ-মহিলা দেয়া থাকে। তাই আপনি আপনার অডিয়েন্স ও জায়গা নির্ধারণ করে না দিলে আপনার বুস্ট হয়তো এমন কোথাও দেখানো হবে যে আপনার রিচ কোনো কাজে দেবে না।

আপনার ফেসবুকে বুস্ট দেয়ার আগে প্রথমেই আপনার ব্যবসা অনুযায়ী অডিয়েন্স ও স্থান বাছাই করে নিতে হবে। অডিয়েন্স হলো আপনি যাদের পোস্টটি দেখাতে চান। তাদের বয়সসীমা, লিঙ্গ ইত্যাদির পাশাপাশি কোন জায়গার মধ্যে দেখাতে চান তা নির্ধারণ করুন। প্রয়োজন পড়লে Ads Manager এর এডভান্সড টার্গেটিং টুল ব্যবহার করুন।

এর ফলে সঠিক জায়গায় ও সঠিক মানুষের কাছে পৌঁছায় আপনার বুস্ট রিচ স্বাভাবিকের তুলনায় বেড়ে যাবে।

আপনার বাজেট ও দৈনিক রিচের লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন

আপনার বাজেট ও দৈনিক রিচের লক্ষ্যমাত্রার উপরেই আপনার পোস্ট বা বিজ্ঞাপণ কতজন মানুষের কাছে পৌঁছাবে তা নির্ভর করে।

এজন্য Boost Post পেজটির বাম দিকে থাকা Duration অপশনে চলে যান। এখান থেকে আপনার বাজেট ও রিচের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারবেন।

এক্ষেত্রে আপনার বুস্টের সময়ের পরিমাণ বাড়ার সাথে সাথে আপনার দৈনিক রিচের পরিমান কমবে। আসুন একটি সহজ উদাহরণ দেখে নেই-

ধরুন আপনি ৫০০ টাকার বাজেটে আপনার কোনো পোস্টে বুস্ট দেবেন। এখন আপনি যদি শুধুমাত্র একদিনের জন্য পোস্টটি বুস্ট দেন তাহলে আপনার পোস্টটি এক দিনের মধ্যে সর্বনিম্ন ৩৮৫ থেকে ১ হাজার পর্যন্ত মানুষের কাছে রিচ করবে বা পৌঁছাবে। এখন আপনার বুস্টের সময়সীমা বৃদ্ধি করে চার দিন করলে আপনার পোস্টের রিচের পরিমান দাঁড়াবে ৯৬ থেকে ২৭৮ জন (প্রতি দিন)।

তবে উল্লেখ্য যে বিভিন্ন কারণে এ Estimated Reached এর পরিমাণ কম-বেশি হতে পারে। এখন আপনার উপর নির্ভর করবে আপনি কোনটা বেছে নেবেন। তবে আপনার পোস্টের Duration দেয়ার সময় সবচেয়ে ভালো ফলাফল পাওয়ার জন্য ফেসবুক আপনাকে Ads Duration সর্বনিম্ন ৪ দিন করার পরামর্শ দেয়।

তাই আপনার Ads Duration কমপক্ষে ৩ দিন বা উর্ধ্বে রাখুন। এতে করে স্বাভানিকের তুলনায় আপনার এনগেজমেন্ট বাড়বে এবং রিচ বেশি হবে।

আর্কষণীয় বিজ্ঞাপণের পাশাপাশি মানসম্মত কনটেন্ট প্রকাশ

শুধু বিজ্ঞাপণ দিলেই কি চলবে? আপনার ব্যবসার কথা ভেবে শুধু বিজ্ঞাপণ দিয়েই পেজ ভর্তি করবেন না। বিজ্ঞাপণের পাশাপাশি নিয়মিত মানসম্মত কনটেন্ট প্রকাশ করলে আপনার অডিয়েন্স এনগেজমেন্ট বৃদ্ধি পাওয়ার সাথে সাথে রিচের পরিমানও বাড়বে।

আপনার অডিয়েন্স এনগেজমেন্ট আরো বৃদ্ধির জন্য নিয়মিত লাইভ আড্ডা বা অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। এতে করে অডিয়েন্স আপনাদের সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে।

আর অবশ্যই বিজ্ঞাপণ বা কনটেন্ট যাই হোক না কেন তা প্রফেশনাল ডিজাইনের হতে হবে। বিজ্ঞানীরা এক গবেষণায় দেখেছেন, মানুষ অন্য কোনো কিছুর চেয়ে ছবিতে সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। তাই আপনার বিজ্ঞাপণ বা পোস্টে সবসময় নান্দনিকতা ও সৃজনশীলতার পরিচয় রাখুন।

অডিয়েন্সকে আপনার পোস্টে আকৃষ্ট করতে শিক্ষনীয়, অনুপ্রেরণামূলক পোস্ট/ভিডিও দিতে পারেন। এসব কনটেন্ট বেশি বেশি শেয়ার হওয়ার কারণে আপনার পোস্টের রিচ মারাত্তকভাবে বেড়ে যাবে।

আপনার অডিয়েন্সের সাথে বিশ্বস্ততার সম্পর্ক তৈরি করুন

সবধরণের অনলাইন ব্যবসাতেই এখন অডিয়েন্সের বিশ্বস্ততা অর্জন একটি বড় চ্যালেঞ্জ। কিছু অসাধু ব্যবসায়ির কারণে আজ কেউ সহজেই নতুন কারও কাছ থেকে কিছু কিনতে চায় না।

তাই আপনার অডিয়েন্সদের সাথে আপনার এনগেজমেন্ট বাড়াতে হবে ও আপনার উপর তাদের আস্থা তৈরি করে নিতে হবে।

এজন্য আপনার অডিয়েন্সের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন। নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনার পণ্যের ডেলিভারি সম্পন্ন করুন। আপনার বিভিন্ন পণ্য যারা কিনছে তাদের আপনার পণ্যের রিভিউ পাঠাতে বলুন। আপনার পণ্য তারা পেয়েছে কি না তা জানাতে বলুন।

এখন ক্রেতাদের এসব পজিটিভ রিভিউ আপনার পেজে পোস্ট হিসেবে দিয়ে দিন। এতে করে আপনার পেজের প্রতি অডিয়েন্সের গ্রহনযোগ্যতা বাড়বে।

আপনার প্রতি অডিয়েন্সের বিশ্বস্ততা একবার তৈরি হয়ে গেলে আপনার পোস্টের রিচ এমনিতেই বাড়তে থাকবে।

বুস্ট দেয়ার জন্য সঠিক সময় নির্ধারণ করুন

যেকোন কিছু করার একটা পারফেক্ট সময় থাকে। তাই আপনি ভুল সময়ে আপনার পোস্ট বা বিজ্ঞাপণ বুস্ট দিচ্ছেন কি না তা দেখে নিন।

আপনি হয়তো এমন সময় আপনার বিজ্ঞাপণ বুস্ট দিলেন যে সময় আপনার অডিয়েন্স খুব একটা এক্টিভ থাকে না। ফলে আপনি আপনার বুস্ট থেকে ভালো কোনো ফলাফল পাবেন না। তাই আপনার অডিয়েন্সরা কোন সময় সবচেয়ে বেশি এক্টিভ থাকে তা জানুন। এর উপর ভিত্তি করে বুস্ট দেয়ার একটি সেরা সময় নির্বাচন করুন।

এর সাথে আপনার প্রতিদ্বন্দী যারা আছে তাদের সম্পর্কেও খোঁজ খবর রাখুন। বুস্টের জন্য এমন একটা সময় বের করুন যখন আপনার সবচেয়ে কম প্রতিদ্বন্দী ও সবথেকে বেশি অডিয়েন্স এক্টিভ থাকে।

আপনি যদি পারফেক্ট সময়ে আপনার বিজ্ঞাপণ প্রকাশ করতে পারেন তাহলে সবথকে বেশি অডিয়েন্সের কাছে তা পৌঁছানোর সম্ভাবনা থাকে। যার ফলে আপনার পোস্ট বা বিজ্ঞাপণের সব্বোর্চ রিচ আপনি পেতে পারেন।

মূল্যছাড় ক্যাম্পেইনের আয়োজন করুন

Giveaway বা মূল্যছাড় ক্যাম্পেইন এখন ফেসবুক রিচ বাড়ানোর সেরা একটি মাধ্যম। বর্তমানে অনেক নামিদামি কোম্পানি তাদের প্রডাক্টের Lunching Event এর সময় এরকম ক্যাম্পেইনের আয়োজন করে থাকে।

আপনি আপনার পণ্যের জন্য এরকম মূল্যছাড় ক্যাম্পেইনের আয়োজন করতে পারেন। এজন্য আপনার সৃজনশীলতাকে কাজে লাগান। আপনার অডিয়েন্সদের আপনার পোস্টটিতে শেয়ার, কমেন্ট, লাইক, করতে বলার পাশাপাশি তাদের ফ্রেন্ডদের মেনশন করতে বলুন।

যাদের কাছ থেকে সবচেয়ে বেশি সাড়া পাবেন তাদের জন্য আর্কষণীয় পুরুষ্কারের ব্যবস্থা করুন। এরকম ক্যাম্পেইন বর্তমানে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে।

এভাবে Giveaway বা মূল্যছাড় ক্যাম্পেইন আপনার ফেসবুক রিচ কল্পনাতীতভাবে বাড়িয়ে দিবে।

সামাজিক বিজ্ঞাপণের জগতে সফলতার একটি অন্যতম হাতিয়ার হলো ফেসবুক বুস্ট। বুস্টকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আপনার অর্থ ও সময় দুটিকেই বাঁচানো যাবে। ব্যবসায়িক সফলতাও অনেকাংশে নির্ভর করছে আপনার বুস্ট করার দক্ষতার উপর। আপনার রিচ যত বাড়বে ততই ট্রাফিক,  এনগেজমেন্ট ও বিক্রি বাড়বে। তাই আপনার প্রতিটি বুস্টই গুরুত্বপূর্ণ।

আপনার ব্যবসার সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং করতে যোগাযোগ করুন আমাদের সাথে। মোবাইল- 01796919199

popular post